টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও মানবিক সংগঠন। সনাতন ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় সহিংসতার প্রতিবাদ ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকালে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, ছাত্রলীগ নেতা মানিক শীল এবং ধ্রুবতারা, মাভাবিপ্রবি সাহিত্য সংসদ, নৃত্যধারা, বাধন, মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি, সিআরসি, ক্যারিয়ার ক্লাব, যাযাদি ফ্রেনইস ফোরাম, প্রথম আলো-বন্ধুসভা, ফিজিক্স ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব, সিডিসি, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

(এসএএম/এএস/অক্টোবর ২১, ২০২১)