টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে করোনায় ক্ষতিগ্রস্ত নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও মাস্ক বিতরণ করেছে কারিতাস ময়মনসিংহ অঞ্চল। বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকালে জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্থানীয় ১৩২টি ক্ষতিগ্রস্ত নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৮হাজার টাকা করে নগদ অর্থ ও মাস্ক প্রদান করা হয়।

কারিতাস ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ড্র এর সভাপতিত্বে ওই নগদ অর্থ ও মাস্ক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কারিতাস বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) জেমস গমেজ, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পিউ ফিলোমিনা ¤্রং, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন, পীরগাছা ধর্মপল্লীর পালপুরোহিত লরেন্স রিবেরু, জলছত্র ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত মাইকেল সরকার, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ প্রমুখ।

(এসএএম/এএস/অক্টোবর ২১, ২০২১)