আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার। আজ শুক্রবার দুপুরে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত মহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে তার গাড়ীতে করে নিয়ে যান হাসপাতালে। মহিদুল উপজেলার ফুকরা গ্রামের ওসমান মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে ফুকরা বাজার এলাকায় ইট ভর্তি লড়ির সাথে ভ্যানের ধাক্কা লেগে ফুকরা গ্রামের মহিদুল ইসলাম আহত হন। তাকে নছিমনে সালথা বাজারে নিয়ে আসলে সালথা বাজারে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে ইউএনও স্যারের নজরে পড়ে। এসময় ইউএনও স্যার মোবাইল কোর্ট ছেড়ে গুরতর আহত মহিদুল ইসলামকে নিজের গাড়িতে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ইউএনওর এই মানবতা দেখে এলাকাবাসী সন্তুষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মোছাঃ তাছলিমা আকতার ১৩ অক্টোবর ইউএনও হিসেবে সালথায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মানুষের কল্যাণে কাজ শুরু করেন।

(এন/এসপি/অক্টোবর ২২, ২০২১)