অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। পুরানো এই পুকুরটি সাজানো হয়েছে অপরুপ সাজে। ঘাট বাঁধানো পুকরের চারিদিকে নিরাপত্তা বেষ্টনির পাশাপাশি টাইলস দিয়ে বাধানো হয়েছে পুকুরের পাড়। সে এক অপরুপ দৃশ্য। আর এই অসাধ্য সাধন করে গেছেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। ইচ্ছা থাকলে যে উপায় হয় তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। সদর উপজেলা পরিষদের আসা প্রতিদিন মানুষ এই পুকুর দেখে মুগ্ধ হন। কেউ কেউ পুকুর ঘাটে নেমে পা ছুঁয়ে দেখে শিহরিত হন মানুষ। অনেকই দূর দুরান্ত থেকে এসে গোসলও করেন। এলাকাবাসীও খুশি এই পুকুরে গোসল করতে পেরে। রক্ষণাবেক্ষণ করতে পারলে যগ যুগ ধরে এলাকার মানুষ গোসল করতে পারবেন এই পুকুরের পানিতে। 

পল্লী কবি জসিম উদ্দীনের ভাষায়---
পুরান পুকুর, তব তীরে বসি ভাবিয়া উদাস হই,
খেজুরের গোড়ে বাঁধা ছোট ঘাট, করে জল থই থই;
রাত না পোহাতে গাঁয়ের বধুরা কলসীর কলরবে,
ঘুম হতে তোমা জাগাইয়া দিত প্রভাতের উৎসবে।
সারাদিন ধরি ঘড়ায় ঘড়ায় তব অমৃতরাশি,
বধুদের কাঁখে ঢলিয়া ঢলিয়া ঘরে ঘরে যেত হাসি।

(একে/এসপি/অক্টোবর ২২, ২০২১)