নওগাঁ প্রতিনিধি : সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁতেও গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

জেলা সংগঠনের আহ্বায়ক এ্যাডভোকেট পিযুষ কুমার সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক প্রনব রঞ্জন বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈদ্যনাথ কর্মকার, অজিত কুমার মন্ডল, বাসদ নেতা জয়নুল আবেদীন মুকুল, স্বপন কুমার দত্ত, অবিনাশ মহন্ত, রাম চন্দ্র সরকার, সুশীল সরকার বাদল প্রমুখ।

বক্তারা বলেন, ইতোমধ্যেই পুলিশ কুমিল্লার নানুয়াদীঘির পাড়ে দূর্গা মন্ডপে মূর্তির পায়ের ওপর পবিত্র কোরান রেখে ফেইস বুকে ভাইরাল করার নায়ক ইকবালকে গ্রেফতার করেছে। তাৎক্ষনিকভাবে কোন কিছু বিবেচনা না করে মৌলবাদীরা দূর্গা মন্দির ও হিন্দুদের বাড়ি ভাংচুরসহ সাম্প্রদায়িক হামলা চালায়। তারা দাবী করে এমন নোংরা কাজ কোন হিন্দু করেছে। কিন্তু প্রশাসন তাৎক্ষনিক পদক্ষেপ নিয়ে ঘটনার মূল হোতাকে গ্রেফতার করে।

তবে এখনো ঘটনার নেপথ্যের কুশিলবদের গ্রেফতার করতে পারেনি। বরং একটি মহল গ্রেফতারকৃত ঘটনার নায়ক ইকবাল হোসেনকে কখনো ভবঘুরে, কখনো পাগল আবার কখনো মাদকসেবী বলে প্রচার করে আইনের ফাঁক ফোকর দিয়ে বাঁচানের চেষ্টা করছে। যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃত ইকবাল হোসেনসহ ঘটনার নেপথ্যের কুশিলবদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

(বিএস/এসপি/অক্টোবর ২৩, ২০২১)