ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নীলফামারীতে গণ-অবস্থান, গণঅনশন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ। আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে কর্মসূচি শুরু হয়ে চলে সাড়ে বারোটা পর্যন্ত। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের আনন্দময়ী কালিবাড়িতে গিয়ে শেষ হয়। 

নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গণ-অবস্থান ও গণ-অনশন পালিত হয়েছে। এই কর্মসূচি চলাকালে বক্তৃতায় বক্তারা বলেন, যারা এই সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত তাদের বিষয়ে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করতে হবে । এসময় বক্তারা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের আহবান জানান।

ঐক্য পরিষদের সভাপতি বাবু খোকা রাম রায়ের সভাপতিত্বে গণ-অনশন কর্মসূচি চলাকালে আরও বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সাংগঠনিক সম্পাদক স্বপ্না রাণী রায়, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় প্রমুখ।

(ওকে/এসপি/অক্টোবর ২৩, ২০২১)