দিলীপ চন্দ, ফরিদপুর : দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের উপর  নির্যাতনের প্রতিবাদে শনিবার (২৩ অক্টোবর) বেলা এক টায় ফরিদপুর রামকৃষ্ণ মিশনের সামনে মিশনের সহ-সভাপতি  স্বামী শিবপ্রিয়ানন্দ মহারাজ এর নেতৃত্বে দেশের বিভীন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ভাংচুর,অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হিন্দুদের হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি জনাব রমেন্দ্রনাথ রায় কর্মকার,সহ-সম্পাদক স্বামী সুমধুরানন্দ, সর্বেশ চৈতন্য ব্রহ্মচারী,ইসকন ফরিদপুর এর অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ তরফদার সহ বিভীন্ন পর্যায়ের হিন্দু নেতৃবৃন্দ।

মানববন্ধননে নেতৃবৃন্দ সংখ্যা লঘু সম্প্রাদায়ের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানান। তারা হামলায় জড়িতদের দ্রুত খোঁজে বের করে দ্রুত বিচার ট্রাইবুনাল আইনে বিচার করার দাবি জানান।তারা নোয়াখালীতে নিহত ব্যাক্তির পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও সরকারের প্রতি আহ্বান জানান নিহত ব্যাক্তির পরিবারের দায়ভার যেন বাংলাদেশ সরকার গ্রহণ করবেন বলে দাবি করা হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ২৩, ২০২১)