এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : সাম্প্রদায়িক হামলা ও হামলা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। 

ঝালকাঠি প্রেসক্লাবের সামনে শনিবার সকাল ৬টা থেকে শরু হওয়া এ কর্মসূচি চলে বেলা ১২টা পর্যন্ত।

কর্মসূচি চলাকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অমল চন্দ্র দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার অসিম কুমার সাহা, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, যুবলীগ নেতা ছবির হোসেনসহ অনেকে।

এ সময় সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জণগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জনান বক্তারা।

কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।

(এস/এসপি/অক্টোবর ২৩, ২০২১)