চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সুন্নতে খাৎনার অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনায় চাটমোহর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

পুলিশ ও সুন্নতে খাৎনার অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহপুর দক্ষিণপাড়া গ্রামে রফিকুল ইসলামের ছেলে রিফাত (১০) এর সুন্নতে খাৎনার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে খাবার পরিবেশন করছিলেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু (৩৫)।

এসময় শাহপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আঃ জলিল মাস্টারের ছেলে নাসিম হোসেন (৩৫) খাবার দিতে বললে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সিন্টু দইয়ের খুটি দিয়ে নাসিমের মাথায় আঘাত করলে নাসিমের মাথা ফেটে যায়। ঘটনার পরপরই চরম উত্তেজনা শুরু হয়। সিন্টুকে একটি ঘরে নিরাপদে রাখা হয়। নাসিমের পক্ষের লোকজন ঘরের জানানা দরজা ভাঙ্চুর করে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিন্টুকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আহত নাসিমকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ সিন্টুকে আটক করে রাখে। এ ব্যাপারে শনিবার চাটমোহর থানায় আহত নাসিম হোসেন শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুর বিরুদ্ধে হামলা, মারপিট, জখমের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পুলিশ শনিবার সকালে সিন্টুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,সুন্নতে খাৎনার অনুষ্ঠানে একজনের উপর হামলা,মারপিটের অভিযোগে ব্যবসায়ী ও বিএনপি নেতা জিয়ারুল হক সিন্টুকে আটক করা হয়। মামলা দায়ের হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ২৩, ২০২১)