আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের অর্থায়নে ৬ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি নতুনহাট বাজারে মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের কার্যালয়ে মাসুদ মৃধার সভাপতিত্বে ৬ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, শিক্ষক এম এ মান্নান, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সহিদ পাইক।

শারীরিক প্রতিবন্ধী মীম আক্তারের বাবা হালিম শিকদার বলেন, বয়সের অনুপাতে আমার মেয়ের শারীরিক বিকাশ ঘটেনি। তাই হাঁটা-চলাও করতে পারে না। অর্থের অভাবে এতদিন মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের দেওয়া হুইল চেয়ারে বসে আমার মেয়ে এখন একা চলাফেরা করতে পারবে। ওই সংগঠনের সভাপতি মাসুদ মৃধা বলেন, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যেমন, অসুস্থ রোগীদের অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। সর্বশেষ আমরা শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি। এই কার্যক্রম ভবিষতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(টিবি/এএস/অক্টোবর ২৩, ২০২১)