রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : শনিবার (২৩অক্টোবর) বিকালে  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বন্যাকবলিত কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘড়িয়ালডাঙ্গা ইউপির নামাভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে নামাভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় দূর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোজাহেদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সজিবুল করিম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

উল্লেখ্য, পাহাড়ী ঢলে বুধবার(২০অক্টোবর) দুপুরের দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর চর খিতাব খাঁ, চর গতিয়াসাম, চর বিদ্যানন্দ, চর রাম হরি, চর তৈয়বখাঁ গ্রামে পানি প্রবেশ করে ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। একই সঙ্গে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে।

(পিএমএস/এএস/অক্টোবর ২৩, ২০২১)