আন্তর্জাতিক ডেস্ক : বড় ধরনের একটি হেরোইনের চালান জব্দ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তারা বলছে, এই মাদক দেশটিতে এ যাবতকালে জব্দ হওয়া সবচেয়ে বড় চালান।

শনিবার অস্ট্রেলিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪৫০ কেজির ওই হেরোইনের আনুমানিক দাম ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৮৮ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকারও বেশি।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, অবৈধ এই মাদক আমদানির দায়ে অস্ট্রেলিয়া প্রবাসী মালয়েশীয় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে মাদক চোরাচালন সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে ওই ব্যক্তির সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।

মেলবোর্নের একটি ব্যবসায়িক ঠিকানা ব্যবহার করে সিরামিক টাইলসের কন্টেইনারে করে মালয়েশিয়া থেকে ওই হেরোইন আনা হয় বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০২১)