কনক লতা মন্ডল

ভবের মায়া সাঙ্গ হলে
শেষ ঠিকানা মাটির ঘর,
বন্ধু বলো মিত্র বলো
সবাই শেষে হবে পর।

মনের ঘরে বসত গড়ে
কেউ যে কারো আপন নয়,
বিদায় বেলা ছেড়ে যেতে
মনে জাগে ভীষণ ভয়!

টাকার পি ছুটে সবাই
গাড়ি বাড়ি করে ভাই,
মোহ মায়ায় মিছে ভবে
আপন বলে কেহ নাই।

প্রাণ পাখিটা উড়ে গেলে
সাধের দেহের হবে লয়,
অর্থ কড়ি দামী বাড়ি
ভবের মাঝে পড়ে রয়।

একাই এসে ভবের মাঝে
একাই যেতে হবে শোন্,
সঙ্গের সাথী কেউ হবেনা
কাঁদিস কেন রঙিন মন?