চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লায় কলেজছাত্রীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালত এক চটপটি বিক্রেতা বখাটেকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। 

শনিবার রাতে এইদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম। দন্ডপ্রাপ্ত হলেন পৌর সদরের বালুচর মহল্লার মৃত ঈমান আলীর ছেলে ইব্রাহিম হোসেন ইব্রা (৩৬)। রাতেই জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড থেকে মুক্তি বখাটে ইব্রাহিম।

অভিযোগ শনিবার সন্ধ্যায় ইব্রাহিম হোসেন বালুচর মহল্লার বাসিন্দা জান্নাতী হোটেল মালিক আলম হোসেনের মেয়ে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করে। এক পর্যায়ে বখাটে ইব্রাহিম ওরফে ইব্রা ফিনাইল নিয়ে এসিড নিক্ষেপের ভয় দেখায়। কলেজছাত্রীর অভিভাবকরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চটপটি বিক্রেতা বখাটেকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। জরিমানার টাকা দিয়ে মুক্তি পায় বখাটে।

উল্লেখ্য, ইব্রাহিম হোসেন ইব্রা বালুচর খেলার মাঠে চটপটি বিক্রি করে। তার স্ত্রী সন্তান আছে।

(এস/এসপি/অক্টোবর ২৪, ২০২১)