দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত, যথাযথ বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট), ফরিদপুর বার অ্যাসোসিয়েশন ও আইনজীবীবৃন্দদের মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

রবিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত, যথাযথ বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবীতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর সভাপতি জনাব অর্চনা দাসের নেতৃত্বে ফরিদপুর আইনজীবী সমিতি ভবন চত্ত্বরে এক মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন, সমন্বয়কারী কর্মকর্তা জনাব তাহিয়্যাতুল জান্নাত, ফরিদপুর বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায় সহ অন্যান্য আইনজীবী বৃন্দ।

(ডিসি/এসপি/অক্টোবর ২৪, ২০২১)