নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁর সাপাহারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঘন্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সাপাহার প্রেসক্লাব ও উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের যৌথ আয়োজনে এবং বে-সরকারী সংস্থা বিডিও, বিএসডিও ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলা সদরের জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উপদেষ্টা আলহাজ্ব নুরুলহক মাস্টার, অধীর চন্দ্র চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক তছলিম উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাটসহ ইয়ুথ ফোরামের অসংখ্য সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন। পরে “পৃথিবী বাঁচাতে হলে, চলো হাঁটি একসাথে” স্লোগানকে সামনে রেখে বৈষ্যিক জলবায়ূ ন্যায্যতায় সাপাহার জিরো পয়েন্ট হতে বিডিওর সিনিয়র প্রোগ্রাম অফিসার শামসুল হক এর নেতৃত্বে পায়ে হেটে প্রায় ৫কিলোমিটার রাস্তা অতিক্রম করে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দিঘীতে মিলিত হয়।

(বিএস/এসপি/অক্টোবর ২৫, ২০২১)