স্টাফ রিপোর্টার : ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম. এ. ভাসানীর সভাপতিত্বে ন্যাপ ভাসানী ও বেঙ্গল কৃষক সমিতির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে শেরে বাংলা’র ১৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গদ্বীপ এম. এ. ভাসানী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার কর্মসূচির আলোকে অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে আজকে সবচেয়ে প্রয়োজন শেরে বাংলা এ কে ফজলুল হকের আজন্ম লালিত অসাম্প্রদায়িক ও কৃষক—শ্রমিক মুক্তির রাজনীতি।”

অন্যান্য বক্তারা বলেন, “বাংলার কৃষক সমাজের মুক্তির অগ্রদূত শেরে বাংলা। এখনো বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। সরকারের কাছে তাদের দাবি কৃষি অর্থনীতি ও কৃষকের উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

বেঙ্গল কৃষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মাসুমের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, লোকশক্তি পার্টির সভাপতি শাহিকুল আলম টিটু, ভাড়াটিয়া কল্যাণ সমিতির নেতা সিরাজ মাস্টার, বিজ্ঞানী সামছুল আলম, মোঃ সেলিম প্রমুখ।

(পিআর/এসপি/অক্টোবর ২৬, ২০২১)