নওগাঁ প্রতিনিধি : র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকিরের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কালুরপাড়া গ্রাম থেকে ৪৮ বোতল ফেন্সিডিল, ৩ লিটার লুজ ফেন্সিডিল (৩০ বোতল), ২ বোতল বিদেশী মদ ও ১টি মোটর সাইকেলসহ আসামী মোঃ জাহাঙ্গীর আলম মিলন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মিলন উপজেলার কালুপাড়া গ্রামের কাজিম উদ্দিনের পুত্র। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

(বিএস/এসপি/অক্টোবর ২৬, ২০২১)