চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে দুই দিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতদের পরিবারের দাবি তারা আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বলজপুর গ্রাম থেকে গৃহবধূ জবেদা খাতুনের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের দিনমজুর হাশেম আলীর স্ত্রী। মঙ্গলবার সকালে জবেদা গ্যাস ট্যাবলেট খায়।

পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান। ঋণগ্রস্ত থেকে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।

অপরদিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইচর গ্রামের ছাবের আলীর স্ত্রী কাজলী খাতুন (৪৫) সোমবার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এদিন রাতে সবার অগোচরে কাজলী নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ছাবের আলীর ২য় স্ত্রী কাজলী নিঃসন্তান ছিলেন। পারিবারিক কলহের কারণেই সে আত্মহননের পথ বেছে নেয় বলে ধারণা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।

থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশ দুইটি উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, দুটি মৃত্যুই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে আরো পরিস্কার হবে।

(এস/এসপি/অক্টোবর ২৬, ২০২১)