গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম,অনলাইন নিউজ পোর্টাল ও কিছু পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি স্থানীয় রাজনীতির সাথে জড়িত ও কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড কতৃক আমাকে কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করে। এতে করে আমার প্রতিপক্ষ একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে আমি স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। গতদিন আমার নিজ গ্রামে একটা উঠান বৈঠকের আয়োজন করা হয়।সেখানে দলমত নির্বিশেষে সকল শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে এবং আমাকে সমর্থন জানায়। ওই উঠান বৈঠকে বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন তবে তাকে প্রধান অতিথি করা হয়নি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল্লাহ। কিছু সাংবাদিক বন্ধুরা ঘটনাস্থলে উপস্থিত না থেকে ভুল তথ্য উপস্থাপন করেছেন।একটা স্বার্থানেষী মহল আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এতে আমার ব্যক্তিগত,সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো. মনোয়ার হোসেন বাদশা
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত
চেয়ারম্যান প্রার্থী
কোলা ইউনিয়ন পরিষদ
কালীগঞ্জ, ঝিনাইদহ।

(একে/এসপি/অক্টোবর ২৬, ২০২১)