নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার দুই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরসহ বাসস্ট্যান্ড এলাকায় ও একইদিন বিকেলে চৌবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলার ভারশোঁ ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের পরিবর্তে আলতাজ হোসেন ও তেঁতুলিয়া ইউনিয়নে গাজীবুর রহমানের পরিবর্তে কার্তিক চন্দ্রকে মনোনয়ন দেয়ার দাবি জানান সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা।

এ উপলক্ষে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী কার্তিক চন্দ্র, উপজেলা শ্রমিকলীগের সদস্য আব্দুল কুদ্দুস, আ.লীগনেতা সেকেন্দার আলী মাষ্টার, মৎস্যজীবীনেতা বাসুদেব চন্দ্র, ইমরান আলী, লিপি আক্তার, নাদিরা বেগম, শোভা রানী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, আসন্ন ইউপি নির্বাচনে তেঁতুলিয়া ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্ত গাজীবুর রহমান একজন অযোগ্য প্রার্থী। নির্বাচনে ভরাডুবি ঠেকাতে প্রার্থী পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কার্তিক চন্দ্রকে নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।

অন্যদিকে ভারশোঁ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে চৌবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোনয়নপ্রত্যাশী আলতাজ হোসেন, আ.লীগনেতা নজরুল ইসলাম, আশরাফ হোসেন, শাহজাহান আলী, কৃষ্ণ কুমার, চাঁদ মোহাম্মদ, আব্দুল কাইয়ুম, আমজাদ হোসেন, সেলিম উদ্দিন মন্ডল, সাহাবুর রহমান, ইউনুস আলী, স্বেচ্ছাসেবক লীগনেতা জাহিদ মাষ্টার, সাখাওয়াত হোসেন প্রমুখ।

বক্তারা দাবি করেন, ভারশোঁ ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের পরিবর্তে আলতাজ হোসেন প্রামানিককে মনোনয়ন দেয়া হলে এ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত হবে। এজন্য প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামি ২৮ নবেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়নবোর্ড উপজেলার ১৪ ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে উপজেলার ভারশোঁ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীবুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন।

(এসএইচকে/এএস/অক্টোবর ২৬, ২০২১)