নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সাংবাদিক জাতীয় দৈনিক বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি,  দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোট্রাল সময়ের কণ্ঠস্বর ডট কম এর স্টাফ করেসপন্ডেন্ট এবং ডেইলি অবজাভার পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মোঃ  ইমাম উদ্দিন সুমন এর ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট (imamuddin sumon) আইডিটি হ্যাক করা হয়েছে।

সুমন বলেন, গত ৪/৫ দিন ধরে তিনি তার আইডিতে প্রবেশ করতে পারছেন না, পরে বুঝতে পারেন কেউ আইডিটি হ্যাক করেছে. তিনি ফেসবুক আইডি টি উদ্ধারের জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে সুমন গতকাল চরজব্বার থানায় একটি সাধারন ডায়রি করেন তিনি। জিডি নং ১০৮০। তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউল হক তরিক খন্দকার বলেন, “সাংবাদিক সুমন আইডি হ্যাক হ্যাক হয়েছে মর্মে একটি জিডি করেছেন, তবে তিনি আইটি এক্সর্পাট কারো সহোযোগিতা নিলে হয়তো উদ্ধার করতে পারে, আমরা কারো ব্যাক্তিগত আইডি হ্যাক হলে আমাদের কিছু করার থাকেনা।

(এস/এসপি/অক্টোবর ২৭, ২০২১)