স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভে শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হারের পর এবার ইংল্যান্ডের সামনে বাংলাদেশ। আবুধাবিতে এমন এক লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

টাইগার একাদশে এসেছে একটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস।

(ওএস/এসপি/অক্টোবর ২৭, ২০২১)