রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার ও মোটরসাইকেল প্রার্থীর কর্মীদের  মধ্যে সংঘর্ষ হয়েছে।  এতে দুই প্রার্থীর ১২জন কর্মী আহত হয়েছে।  অঅহত সাতজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বিজিবি ক্যাম্প সংলগ্ন  কোয়ারপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায় , বৈকারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু মো. মোস্তফা কামাল বিকাল ৪ টার দিকে প্রতিক পাওয়ার পর সাতক্ষীরা থেকে মোটরসাইকেল শো দাউন নিয়ে যাওয়ার সময় নৌকার প্রার্থীর আসাদুজ্জামান অসলের বড় ছেলে মো. ইনজামুল হক ইমজা নৌকার কর্মীদের নিয়ে তাদের মোটরসাইকেল শো ডাউনে সন্ধ্যায় ঘোনা কোয়াপাড়া নামকস্থানে পৌঁছালে বাঁধা প্রদান করলে সংঘর্ষ সংঘটিত হয়। এ সময় উভয়পক্ষের ১২ জন আহত হয়।

এ ঘটনায় আহতরা হলেন মোটরসাইকেল প্রতিকের কর্মী মো. আইব আলী (ভুট্টো) (৪০), মো. আনিসুর আলী (৩২), মুনছুর আলী, শিমুল হোসেন, ছবুর আলী, রাশেদুজ্জামান, শাহীন, নৌকার প্রার্থীর ছেলে এনজামুল হক, ও কর্মী হৃদয় হোসেন ।

খবর পেয়ে টহলরত সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) একটি দল ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৈকারী ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বৈকারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু মো. মোস্তফা কামাল জানান, সকালে আমার নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছেন।

বিকালে আমিসহ আমার কর্মীদের নিয়ে এলাকায় যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম এ সময় নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলের ছেলে সহ সস্ত্রাসী বাহিনি নিয়ে আমাদের উপরে অতর্কিত ভাবে হামলা চালায়, এসময় আমার ২ জন কর্মী গুরুতরসহ ৭ আহত হন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, হামলার ঘটনায় আসাদুজ্জামান অসলে বাদি হয়ে বুধবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরকে/এএস/অক্টোবর ২৮, ২০২১)