এমডি অভি, নারায়ণগঞ্জ : বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ খলিলুর রহমান খলিল নির্বাচনী ব্যাপক গণসংযোগ করেছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের চাঁনপুর এলাকায় কয়েক শতাধিক মানুষকে নিয়ে এই নির্বাচনী প্রচারণা করা হয়। এসময় ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মেম্বার পদে খলিলুর রহমানকে "সিলিং ফ্যান" প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান। উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন, জলিল, শাহজাহান, মহসিন, শফিকুল, কালাম, ফটিক মিয়া, কাবিল, বাচ্চু, হানি মিয়া, হাবি, মুকুল, মতিন, আলাউদ্দিন, আসাদ, আমজাদ, মুন্না, রবিন, হাসান, মাইনদ্দিন, নুরনবী, শাহআলম সহ শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে নির্বাচনী এলাকা ৫নং ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে সকলের কাছে গিয়ে প্রচারণা চালায়।

এ সময় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী খলিলুর রহমান বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে ওয়ার্ডকে মাদক মুক্ত করতে আপসহীন কাজ করতে চাই ও আমার ওয়ার্ডের সকল জনগণকে সাথে নিয়ে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ্।

(এমএস/এএস/অক্টোবর ২৯, ২০২১)