জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশিং সমাবেশ আয়োজন করেছে। মানুষের জান-মালের নিরাপত্তায় সদা জাগ্রত বাংলাদেশ পুলিশ, বৈশ্বিক মহাতংকময় মহামারী করোনাকালীন সংকটের শুরু থেকে অদ্যবধি নির্ভীক ও নিরলস সেবা প্রদানের মাধ্যমে ইতিমধ্যে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে সারাদেশে প্রশংসিত হয়েছে।

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং পাশাপাশি গীতা পাঠের মাধ্যমে শনিবার সকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর টঙ্গীতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহ্সান রাসেল (এমপি)।

জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার বিপিএম-সেবা মোঃ বরকতুল্লাহ খানের সভাপতিত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত প্রশাসনের সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মূখ্য আলোচক ছিলেন, জিএমপি পুলিশ কমিশনার পিপিএম-সেবা খন্দকার লুৎফুল কবির।

বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-৩১৩ এর এমপি সামসুন নাহার ভূঁইয়া ও গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।

সমাবেশে রাজনৈতিক, শিক্ষক, সামাজিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান অতিথির আলোচনায় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অসামান্য গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশ স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে আছে। তিনি প্রশাসনের সর্বস্তরে শেখ হাসিনার অর্জনকে সমুন্নত রাখতে আরো বেগবান ও কর্মনিষ্ঠ হতে আহবান জানান।

জিএমপি পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, মহামারী করোনার হঠাৎ আক্রমণে যখন গোটা বিশ্ব দিশেহারা ও সংকটে পর্যদুস্ত তখন আমাদের প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা সাহসী ও পরিকল্পিত কৌশুলি পদক্ষেপ অনুসরণ এবং নির্দেশনা পালন করে আমরা একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছি যার সুফল এখন দৃশ্যমান। তিনি বলেন, পুলিশি সেবাকে জনগণের কল্যাণে সহজ ও প্রশংসিত করতে আমরা নিরলস কাজ করে যাবো।

(জেজে/এসপি/অক্টোবর ৩০, ২০২১)