স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ ৭ হাজার ৮০০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানাইর এলাকার আব্দুস সালামের ছেলে বায়োজিদ হোসেন তুহিন (৪২) এবং তুহিনের স্ত্রী পারভীন আক্তার (২৩)। এ দম্পতি গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটে।

এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে সালনা এলাকার তুহিন-পারভীন দম্পতির কক্ষে অভিযান চালায়। এসময় ঘরে থাকা আলমারি ও পারভীনের হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তুহিনের বিরুদ্ধে ঢাকার উত্তরা ও ভাটারা থানায়, গাজীপুরের জয়দেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পারভীনের বিরুদ্ধে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

এ ব্যাপারে গাজীপুর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর এসআই মো: আবুল হাসান বাদি হয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলা করেছেন।

(এস/এসপি/অক্টোবর ৩০, ২০২১)