স্টাফ রিপোর্টার : ইসলামের শান্তি সম্প্রতি ও অসাম্প্রদায়িকতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে হবে। বাংলাদেশে আহমদীয়া সম্প্রদায় এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ বলেছেন, বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সংগঠনে যেখানে রাজাকার আলবদর আলশামস ও আলমুজাহিদের সরব সমাবেশ, সেখানে আহমদীয়া জামাতে শতাধিক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, এটা বড়োই বিস্ময়কর ও আনন্দের বিষয়। যেখানে এদেশের অন্যান্য ইসলামী সংগঠন জঙ্গিত্বের অপচেতনায় উজ্জীবিত হয়ে হিংসা ও অশান্তির মধ্যে দেশকে নিয়ে যেতে চায়, সেখানে এ সম্প্রদায় ইসলামের  শান্তি সম্প্রতি ও অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের আচার আচরণ সাহিত্য ও গবেষণায় এগুলো প্রাধান্য পাচ্ছে।

গতকাল শনিবার সকালে ঢাকার বকশীবাজারস্থ আহমদীয়া জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল-বিকেল দু'পর্বের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ১ম পর্বের অনুষ্ঠানে আবীর আহাদ বিশেষ আমন্ত্রিত অতিথির বক্তব্যে একথা বলেন। আহমদীয়া জামাতের আমীর মাওলানা আবদুল আউয়াল খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিকেল পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু। ১ম পর্বের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিশেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস, লেখক সেলিম সামাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, লেখক-গবেষক মারূফ রসুল প্রমুখ। বেশকিছু বীর মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলীর আবেগঘন স্মৃতিচারণ করেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আহমদীয়া জামাতকে নিরীহ, শান্তিপ্রিয়, জ্ঞানী ও অসাম্প্রদায়িক চেতনার ইসলামী সংগঠন বলে অভিহিত করেন।

(এ/এসপি/অক্টোবর ৩১, ২০২১)