রাণীনগরে ড্রাগন ফল ও লেবু উৎপাদনে প্রশিক্ষণ

নওগাঁ প্রতিনিধি : রবিবার সকালে নওগাঁর রাণীনগরে ড্রাগন ফল ও চায়না-৩ লেবু উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষন বাস্তবায়ন করছে। প্রশিক্ষনের প্রথম দিনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ। প্রথম দিন প্রশিক্ষন প্রদান করেন বদলগাছী হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আ.ন.ম. আনোয়ারুল হাসান। দুইদিন ব্যাপী প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন এলাকার ৯০জন কৃষক ও কৃষানী অংশগ্রহণ করছেন।
(বিএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)