উজানচরের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তায় শীর্ষে লিপু মন্ডল
.jpg)
এম এ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : আসন্ন ১১ ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উজানচর ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন লিপু মন্ডল।
৮ নম্বর ওয়ার্ডে গরিবের মেম্বার হিসেবে পরিচিত লিপু মন্ডল। লিপু মন্ডল গত পাঁচ বছর ধরে ৮ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের সেবা দিয়ে যাচ্ছেন।
লিপু মন্ডল প্রতিবেদককে জানান, তিনি নির্বাচিত হতে পারলে প্রত্যেকটা যুবককে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন। ওয়ার্ড একটি বেকার মুক্ত ওয়ার্ড গড়ে তুলবেন।
এলাকাবাসী জানান লিপু মন্ডলের আত্মীয়-স্বজন এ ওয়ার্ডে ব্যাপক অবদান রেখেছেন। তাদের সম্পত্তির উপর কয়েকটি স্কুল প্রতিষ্ঠানসহ মসজিদ-মাদ্রাসা গড়ে উঠেছে।
মোহাম্মদ লিয়াকত হাসান (লিপু মন্ডল) জানান, জনগণের ভালোবাসা নিয়ে এবার উজানচর ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশাকরি আমি আপেল প্রতীকে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হব। এবং নির্বাচিত হয়ে জনগণের সেবা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
(এইচ/এসপি/অক্টোবর ৩১, ২০২১)