শেষ হলো বঙ্গবন্ধু জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস ডেস্ক : জিমন্যাস্টদের শ্রেষ্ঠত্বের লড়াইটা শেষ হয়েছিল একদিন আগেই। রবিবার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হলো বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু এবং অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ।
ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকায় এমন একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করায় আমি বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনকে ধন্যবাদ জানাই। জিমন্যাস্টিকের এমন আয়োজন আমরা আরও করতে চাই। এমন আয়োজনে সরকার সবসময় বংলাদেশ জিমিন্যাস্টিক ফেডারেশনের পাশে থাকবে।’
প্রতিযোগিতায় উজবেকিস্তান ১৯ স্বর্ণ, ১১ সিলভার এবং ৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারত পেয়েছে তিন স্বর্ণ, ৯ সিলভার এবং ১২ ব্রোঞ্জ পদক। পদক তালিকায় তৃতীয় বাংলাদেশ। পেয়েছে একটি সিলভার ও তিনটি ব্রোঞ্জ পদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং স্বাগতিক বাংলাদেশের জিমন্যাস্টরা অংশ নেন।
টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভুত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিতা মামুন।
(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)