নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ
-1.jpg)
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে টাঙ্গাইল আদালত চত্বরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
আজ রবিবার ( ১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক খন্দকার রাসেদুল আলম রাসেদ, প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, দপ্তর সম্পাদক মির্জা শাহীন।
এছাড়াও লিফলেট বিতরণে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নরুল ইসলাম, সহ সভাপতি রাসেল খান সোহাগ, যুগ্ম সম্পাদক মীর মাজেদুর রহমান সজীব, তাঁতীদলের হাবিবুর রহমান হাবিব, থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সহ বিএনপি যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীগণ অংশ নেন।
(এসএম/এসপি/অক্টোবর ৩১, ২০২১)