এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সাতমাথায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা শাখা। 

রবিবার (৩১ অক্টোবর) বারোটায় বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া সদর উপজেলা শাখা কর্তৃক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রচারণা মিছিল থেকে যুবলীগ নেতা গোলাম রব্বানীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার এবং বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানের ওপর সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপন। এ সময় বক্তারা যুবলীগ নেতা গোলাম রব্বানীকে নিঃশর্ত মুক্তি এবং জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী জানান। অন্যথায় ছাত্রলীগ নেতারা আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে বগুড়া জেলার বিভিন্ন স্থানে আরো কঠোর অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আসাদুজ্জামান সফল, আল-বাছীর বাপ্পী, প্রভাষক এম এ মজিদ, মোস্তফা কামাল নজরুল, প্রভাষক শফিক, ইয়াছিন, হান্নান, আল আমিন, চঞ্চল, চন্দ্র শেখর, আমিনুল ইসলাম, রেজাউল, সেলিম, জেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল, শাওন, বাবুল, ফিজু, মিথিলেস প্রসাদ, রাকিব, নয়ন, সিদ্ধার্থ দাস, কাদের, শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, বগুড়া সদর উপজেলা ছাত্রলীগ নেতা আকিম, রাশেদ, আরিফ, ছানি, সাব্বির, রোমান, মেহেদী, সেলিম, জয়, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা মিল্লাত হোসেন, রিয়াল মাহমুদ, আল ইমরান, শুভ, তানজীম সহ প্রমুখ।

(এটিআর/এসপি/নভেম্বর ০১, ২০২১)