মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : সোমবার ১ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। উক্ত অভিযান পরিচালনা করার সময় ইয়াবা পাচার করার সময় ৪,৮৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব-১১।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন রায়হান (৩১) ও জিয়া উদ্দিন সাগর (২৮)।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত ২ যুবক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশ ধারণ করে মাদকের বিপুল পরিমাণ চালান নিয়ে নিয়মিত চলাফেরা করে আসছিল। পরষ্পর যোগসাজশে অভিনব কৌশলে মোটর সাইকেলযোগে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে কেনাবেচা করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান হয় আটক কৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এমএস/এএস/নভেম্বর ০১, ২০২১)