রেজাউল হক

চিত্রকল্প
তুমি নাকি চলে যাবে?
চলে যাবে তুমি?
তুমি চলে যাবে?
হেমন্ত-শীতের মোহনায়?
প্রকৃতি যখন নতুন রূপে নিজেকে সাজায়।
চলে যাবে তুমি নতুন ঠিকানায়?
তুমি চলে যাবে শুনে-
আমার আনন্দেরা বিজনে বেড়ায়,
স্বপ্নেরা দু:স্বপ্নের স্রোতে গা ভাসায়,
লোনা জল অঝরে দু'চোখ ভেজায়।
তবু প্রয়োজন বাঁক বদলে নিলে;
কারে বলো ধরে রাখা যায়?
বুকের পাঁজর ভেঙে হৃদয় কাঁপায়
বিদায় বিদায়!