সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৮) মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর ইয়াছিনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক সোলেমান আলী বলেন, এদিন বেলা ১১টায় ওই অজ্ঞাত ব্যক্তি নাটোর ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইন দিয়ে হেঁটে কোথায় যাচ্ছিলেন। এমন সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
(এস/এসপি/নভেম্বর ০১, ২০২১)