ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবসে আলোচনা সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ফরেস্টার মাজহারুল হক।
যুবকদের মধ্য থেকে তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন আব্দুল্লাহ আল মামুন ও সাইদ খান মনি। আলোচনা শেষে প্রশিক্ষণের উদ্বোধন, সনদপত্র বিতরণ ও ৪৩ জনের মাঝে ৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
(এন/এসপি/নভেম্বর ০১, ২০২১)