চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নুর মোস্তাফা টিনু চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

সোমবার (১ নভেম্বর) দুপুরে টাইগারপাসের চসিকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জেল থেকে উপ-নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়া টিনু।

এ সময় কাউন্সিলর হাজি নুরুল হক, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মেয়র কাউন্সিলর টিনুর সঙ্গে কুশল বিনিময় করেন। আলাপকালে টিনু চকবাজার ওয়ার্ডের উন্নয়নে মেয়র রেজাউল করিমের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

আগামী ৭ নভেম্বর রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে টিনুর শপথ গ্রহণের কথা রয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জামিনে মুক্তি পান আলোচিত কিশোর গ্যাং লিডার ও চসিকের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী নূর মোস্তফা টিনু। গত ২৬ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন।

গত ৭ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ৭৮৯ ভোট পেয়ে মিষ্টিকুমড়া প্রতীকে নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন।

(জেজে/এসপি/নভেম্বর ০২, ২০২১)