চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর থেকে সোমবার ভোরে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।

ভোর পাচঁটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ট্রলার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ট্রলারে থাকা লোকজন ট্রলারটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)