নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে অপরাজিতা নারীরা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমাদের দাবী “সকল রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে খাঁন ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ঘন্টাকালব্যাপী মানববন্ধন শেষে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খাঁন ফাউন্ডেশনের জেলা কর্মসূচি কর্মকর্তা নুরুজ্জামান বুলবুল, নারী নেত্রী রোকেয়া, মেহেরুন নেছা, ফেন্সি বেগম প্রমুখ।

(বিএস/এসপি/নভেম্বর ০২, ২০২১)