চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। নির্বাচনে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ৭ জন এবং আওয়ামী লীগের স্থানীয় ৬ নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। 

অপরদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় বিএনপির ৭ জন নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩জন, সাধারণ সদস্য পদে ৪০৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ছাইকোলা ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুরুজ্জামান নুরু (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী), সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার (আ’লীগ বিদ্রোহী), আতাউর রহমান তোতা ( বিএনপি-স্বতন্ত্র) ও এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪১জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

হান্ডিয়াল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার (আ’লীগ), গোলবার হোসেন (স্বতন্ত্র), মোঃ হাবিবুর রহমান (স্বতন্ত্র) ও ছহির উদ্দিন স্বপন (বিএনপি-স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৯জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিলচলন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী (বিএনপি-স্বতন্ত্র), মোঃ আকতার হোসেন (আ’লীগ বিদ্রোহী) ও মোঃ ইউনুস আলী (বিএনপি-স্বতন্ত্র) এবং মোঃ শরিফ (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিমাইচড়া ইউনিয়নে নুরজাহান বেগম মুক্তি (আ’লীগ), সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আল মামুন (স্বতন্ত্র) ও মোঃ আক্কাস আলী (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আজাহার আলী (আ’লীগ) ও সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক (বিএনপি-স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মূলগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল (আ’লীগ), সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন (বিএনপি-স্বতন্ত্র), শহিদুল ইসলাম (আ’লীগ-স্বতন্ত্র) ও জাহিদুল ইসলাম (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফৈলজানা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন (আ’লীগ), মোঃ হাফিজুর রহমান হাফিজ (আ’লীগ বিদ্রোহী), আবুল হোসেন রানা (স্বতন্ত্র) ও আবু জাফর (ইসলামি শাসনতন্ত্র আন্দোলন)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গুনাইগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম (আ’লীগ), রজব আলী বাবলু (আ’লীগ বিদ্রোহী), হাবিবুর রহমান হাবিব (আ’লীগ বিদ্রোহী) ও আশরাফুল ইসলাম (আওয়ামী লীগ-স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মথুরাপুর ইউনিয়নে মোঃ শাহ আলম (আ’লীগ), আবুল কালাম আজাদ (বিএনপি-স্বতন্ত্র) ও মোঃ মাসুদ রানা (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ডিবিগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নবীর উদ্দিন মোল্লা (আ’লীগ), সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনসু (বিএনপি-স্বতন্ত্র), শামীম হোসাইন (আওয়ামী লীগ-স্বতন্ত্র), আব্দুল আজিজ (স্বতন্ত্র), আলম সরকার (আ’ লীগ-স্বতন্ত্র) ও মোছাঃ আরিফিন আকতার লিলি (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবং হরিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন (আ’লীগ), মোঃ আফজাল হোসেন (আ’লীগ বিদ্রোহী), আলহাজ¦ মোজাম্মেল হক (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(এস/এসপি/নভেম্বর ০৩, ২০২১)