একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে জেকা বাজার নামে অবৈধ এমএলএম কোম্পানি সিলগালা ও জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ী জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার পান্না চত্ত¡র এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অবৈধ ভাবে এম এল এম ব্যবসা পরিচালনার দায়ে জেকা বাজার লিমিটেড নামক প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার বিরোধী কার্য পরিলক্ষিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সহযোগিতায় জেলা প্রশাসন, এন এস আই - রাজবাড়ী ও রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(একেএ/এএস/নভেম্বর ০৩, ২০২১)