ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ভেঙ্গে যাওয়া প্রায় ১ কিলোমিটার সড়ক সংস্কার করে দিলেন সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের সমাজ সেবক মোঃ বেলাল হোসেন। তার এমন মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী। চলাচলে ফিরে এসেছে স্বস্তি।

বুধবার (৩ নভেম্বর) বুধবার বেলা ১১ টায় চরজুবলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে স্বরজমিনে গিয়ে দেখা যায়, সমাজ সেবক বেলাল হেসেন নিজে উপস্থিত থেক ১০ জন শ্রমিক দিয়ে সড়ক সংস্কারের কাজ করছেন।

এলাকাবাসী বলেন, ২ নং ওয়ার্ডে অবস্থিত মরহুম নুর ইসলাম ভাইসচেয়ারম্যান সড়কটি দীর্ঘদিন ছিলো অবহেলিত পরে চরজুবলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হানিফ চৌধুরী ৭/৮ মাস আগে নির্মাণ করেন। চলমান বৃস্টিতে সড়কটির অধিকাংশ ভেঙ্গে যায় ফলে চলাচলে দূর্ভোগ পোহাতে হয় বিদ্যালয়ে আসা যাওয়া শিক্ষার্থীসহ অসুস্থ্য রোগী ও জনসাধারণকে। বিষয়টি সমাজ সেবক বেলালের দৃষ্টি গোচর হলে তিনি বিগত ১২/২০ দিন আগ থেকে ১০/১২ জন শ্রমিক নিয়ে সড়কটি সংস্কার কাজ শুরু করেন। তার এমন উদ্যোগে খুশি এলাবাবাসী।

বেলাল হোসেন বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী, তার হাত ধরে একরামুল করিম চৌধুরী সুবর্ণচরে ব্যাপক উন্নয়ন করেছেন, কিছু শাখা প্রশাখা সড়ক বৃস্টিতে ভেঙ্গে গেছে দীর্ঘদিন মানুষের দূর্ভোগ দেখে আমি নিজেই উদোগ নিয়ে নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করে দিচ্ছি। এতে মানুষের দূর্ভোগ কিছুটা লাগব হবে। ছোট খাটো বিষয়ে আমরা সরকারের দিকে তাকিয়ে না থেকে যদি সবাই তার সাধ্যমত এসব জন দূর্ভোগ কাজে সহযোগীতা করি তাহলে আমাদের দেশ আরো বহুদূর এগিয়ে যাবে।

সুবর্ণচর উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ শাহজালাল বলেন, সড়ক সংস্কারের বিষয়ে আমি লোকমুখে শুনেছি, এরকম মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তিনি যে কাজটি করছেন সেটি প্রশংসার দাবীদার।

(এস/এসপি/নভেম্বর ০৩, ২০২১)