চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় ধাপে নির্বাচনী প্রচারনা শুরু হয়নি। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর মূলতঃ প্রার্থীরা নির্বাচনী প্রচারনা শুরু করবেন। কিন্তু আওয়ামী লীগে মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকা ও প্রার্থীর ছবি সম্বলিত পোস্টার পোস্ট করে চলছে প্রচারণা। নৌকার পক্ষে চলছে সভা, সমাবেশ। ফলে অন্যরা প্রার্থীরা প্রচারনায় পিছিয়ে। এরই মধ্যে হুমকি, ধামকি ও মারধরের ঘটনাও ঘটছে।  

উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার করতে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর ও সজনাই গ্রামে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজাহার আলীর লোকজন স্বতন্ত্র প্রার্থী রবিউল করিম তারেকের ২ সমর্থককে মারপিট করেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলমনগর গ্রামের ওসমান গণির ছেলে আব্দুল আলীম (২৫) ও সজনাই গ্রামের টেঙ্গর প্রাং এর ছেলে মোহাম্মদ আলী (৫০)।

এ বিষয়ে আহত দুইজন বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, নৌকার প্রার্থী আজাহার আলীর উঠান বৈঠকে না যাওয়ায় শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আলীকে ও নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় আব্দুল আলীমকে মারপিট করা হয়।

আওয়ামী লীগ প্রার্থী আজাহার আলী বলেন, মারপিটের কোন ঘটনা ঘটেনি। আমি শুনেছি উঠান বৈঠক শেষে ধাক্কাধাক্কি হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর কোন অবস্থান নেই, তাই এ ধরণের মিথ্যে অভিযোগ করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শোনার পর পুলিশ এলাকায় গিয়েছিল। অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এস/এসপি/নভেম্বর ০৪, ২০২১)