চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হরিপুর দিয়ারপাড়া গ্রামে বুধবার বিকেলে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তি হলো ওই গ্রামের লাডু হোসেনের ছেলে জলিল হোসেন (৪২)। 

পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জের ধরে জলিল হোসেন সবার অগোচরে গ্যাস ট্যাবলেট খায়। অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে পাটানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে জলিল হোসেন মারা যায়।

চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০৪, ২০২১)