বদলগাছীতে পটকার আগুনে শ্বাসনালী পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় কালি (দীপাবলি) পুজোর আনন্দে নদীর ধারে বন্ধুদের সঙ্গে পটকা ফুটাতে গিয়ে পটকার আগুনে শ্বাসনালী পুড়ে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের পাশে শ্রীকৃষ্ণপুর গ্রামে।
দীপাবলি পুজোর আলোর উৎসবে সন্ধ্যারাতে মেতে ওঠে হিন্দু ও মসলিম সম্প্রদায়ের শিশুরা। গ্রাম্য ভাষায় প্রবাদ আছে, শীতের আগমনে দীপাবলির (কালিপূজা) রাতে আতশবাজি অথবা বিভিন্ন ভাবে আলো জালিয়ে স্লোগান দিলে মশা তারানো যায়। আলোর উৎসবে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীকৃষ্ণপুর গ্রামের নিশিকান্ত বিশ্বাসের এক মাত্র ছেলে শ্রাবণ(১১) বন্ধুদের সঙ্গে পটকা ফুটাতে যায়।
এ সময় একটি পটকা শ্রাবণের গলায় পড়ে বিস্ফরণ ঘটে। বিস্ফরণে গলা ফুটো হয়ে শ্বাসনালী পুড়ে যায়। সঙ্গে সঙ্গে শ্রাবণকে গুরুতর আহত অবস্থায় বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডাক্তার জানান, বিস্ফোরণে তার শ্বাসনালী পুড়ে গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা পাগল প্রায় হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
(বিএস/এসপি/নভেম্বর ০৫, ২০২১)