নওগাঁয় পরিবহন ধর্মঘট, নেয়া হচ্ছে দ্বিগুন ভাড়া!

নওগাঁ প্রতিনিধি : এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সারাদেশের ন্যায় নওগাঁতেও শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এদিকে পরিবহন ধর্মঘট থাকায় চলছে না বাস। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা যাত্রীরা।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা থাকায় জেলার বিভিন্ন উপজেলা থেকে পরীক্ষার্থীরা নওগাঁ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসার পথে তারা বিপাকে পড়েন। সিএনজি, রিকশা, অটোরিকশা গেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুন বলে অভিযোগ করেন পরীক্ষার্থী ও সাধারন যাত্রীরা।
শুক্রবার সকাল থেকে শহরের বালুডাঙ্গা-ঢাকা বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, গোস্তহাটির মোড়, তাজের মোড় ঘুরে এমন চিত্র দেখা যায়। মান্দা উপজেলা থেকে নওগাঁ শহরে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা জানান, সকালে ফেরিঘাট থেকে নওগাঁতে নিয়োগ পরীক্ষা দিতে আসতে ৫০ টাকার ভাড়া নিল ৮০ টাকা।
সিএনজি চালক বিষ্ণুর সাথে ভাড়া বৃদ্ধির বেপারে কথা হলে তিনি জানান, বাস চলছে না এজন্য সিএনজিতে চাপ বেশি। এরপর অনেক সিএনজি ভয়ে রোডে নামেনি। ফলে ভাড়া কিছুটা বেশি নিতে হচ্ছে।
এ বিষয়ে পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা মোবাইল ফোনে জানান, বাংলাদেশের ইতিহাসে একবারে তেলের দাম ১৫ টাকা কোনোদিন বাড়েনি। এটি মেনে নেয়া আমাদের পক্ষে অসম্ভব। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার সকল পরিবহন বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে।
(বিএস/এসপি/নভেম্বর ০৫, ২০২১)