বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে লোটোর ২২১তম শাখা উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বর্ণাঢ্য ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বরদীতে লোটো'র ২২১তম শাখার উদ্বোধন হয়েছে। শনিবার (৬ নভেম্বর) শহরের মেইন রোডে এই শাখার উদ্বোধন করেন সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। সভাপতিত্ব করেন লোটো'র ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম।
এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান খান, প্রেসকাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, লোটোর অপারেশনাল ম্যানেজার এহসানুর রহমান, রাজশাহীর এরিয়া ম্যানেজার আহসান আলি মন্ডল প্রমূখ এবং ঈশ্বরদীর আনোয়ার হোসেন রাজু। উদ্বোধনের পর বাদ্যযন্ত্র ও ঘোড়ার গাড়ি সাজিয়ে ঈশ্বরদী শহরে বর্ণাঢ্যর্ রালি বের করা হয়।
(এসকেকে/এসপি/নভেম্বর ০৬, ২০২১)