কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এ স্লোগানকে সামনে তুলে দরে কেন্দুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা।
র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ।
আশরাফ উদ্দীন ভূঞার সঞ্চালনায় সমবায় দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সমবায়ী মোঃ শাহজাহান শেখ, সাদেক শাহ ও ফজলুল হক প্রমুখ।
(এসবি/এসপি/নভেম্বর ০৬, ২০২১)