লক্ষ্মীপুরে সমবায় দিবস পালিত
-1.jpg)
শিমুল সাহা, লক্ষ্মীপুর : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। ০৬ নভেম্বর শনিবার জেলা প্রশাসন ও সমবায় দপ্তর লক্ষ্মীপুরের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-ই-আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
আলোচনা সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, ডা: আশফাকুর রহমান, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ড. মো: জাকির হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর সদর শারমিন আক্তার, জেলা সমবায় অফিসার মোঃ সালমান ইকবাল।
(এস/এসপি/নভেম্বর ০৬, ২০২১)